ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন রৌমারী উপজেলায় সহযোগিতায়,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায় )প্রকল্পের উদ্যোগে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা হল রুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৪ ব্যাচে ৮ দিন ব্যাপী ওই প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণে আদালত ও ফৌজদারী মামলায় বিচার কার্য নিষ্পত্তিতে ইউপি সদস্যগণ ব্যাপক ভুমিকা রাখতে পারবে।বিদ্যমান আইনি সেবা দিয়ে স্থানীয় ইউপি সদস্য/সদস্যাগণ বঞ্চিত জনগোষ্ঠিদের সঠিক আইনি সেবা প্রদান করতে পারে সে জন্য সকলকে আইনি বিষয়ে অভিজ্ঞ করার জন্য এই প্রশিক্ষনের আয়োজন। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান এর সভাপতিত্বে রিফ্রেশার্স প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী আবু বকর সিদ্দিক ও উপজেলা সমন্বয়কারী মোছা: শারমীন নাহার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এএসপি সার্কেল একে এম মাহফুজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন ও মাহমুদা আক্তার স্মৃতি ও ইউপি চেয়ারম্যানগণ। গ্রাম আদালতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রতি ব্যাচকে ২ দিন করে ওই রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদান করা হয়।