জামালপুরের ইসলামপুর যমুনার দুর্গম চরাঞ্চলে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত দলের সর্দার,ইউপি সদস্য মোহাম্মদ আলী (৪৫) ওরফে আলী ডাকাত নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ডিসেম্বর রোরবার সন্ধ্যা রাতে ডাকাতির প্রস্তুতি সময় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া, ওসি আব্দুল্লাহ আল-মামুন, পরিদর্শক (তদন্ত) আনছার আলীর নেতৃত্বে একদল পুলিশ যমুনার দুর্গম চরাঞ্চলে অভিযান চালায়। অভিযানে প্রজাপ্রতিরচর এলাকা থেকে একটি রামদা, একটি কিরিস ও ১০টি কালো মুখুশসহ মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
ইসলামপুর সার্কেল এএসপি মো. সুমন মিয়া জানান ডাকাত সর্দার মোহাম্মদ আলী ওরফে আলীর তথ্যের ভিত্তিতে ওইদিন গভীর রাতে একদল পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায়। ওই অভিযানে ৫০০ পিস ইয়াবা, একটি আগ্নেঅস্ত্র রিভলবার উদ্ধার করে ফেরার পথে পুলিশের নৌকাটি যমুনার কুতুবুল্লার চর পৌছঁলে ডাকাত দলের অন্য সদস্যরা সর্দার আলীকে ছিনিয়ে নিতে পুলিশের নৌকা লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে।
এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। সে সময় ডাকাত আলী পালানোর চেষ্টা করলে ডাকাতদের গুলিতেই আলী ডাকাত মারা যায়। পুলিশের দাবী মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতের বিরুদ্ধে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা থানাসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী জানায়, মোহাম্মদ আলী ওরুফে আলী ডাকাত গত ইউপি নির্বাচনে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়। সে যমুনার দ্বীপচর সিন্দুরতলী গ্রামের নজর প্রামানিকের ছেলে বলে জানা গেছে।