কচুয়া উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে রবি/২০১৯-২০ মৌসুমে ভূট্রা, সূর্যমুখী, শীতকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিকাল ৩টায় উপজেলা কৃষি অফিস চত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নীক সার সরবরাহ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মারুফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বীজ ও সার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাগেরহাট রঘুনাথ দে, জেলা কৃষি প্রশিক্ষক দিপক কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,জেলা পরিষদ সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর, অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নবগত কৃষি কর্ম্কর্তা মোছঃ লাবলী খাতুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শফিক আল সারাহ,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদীজ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী ,উপসহকারী উদ্বিদ সংরক্ষকন কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও কৃষকবৃন্দ। উপজেলার ২০০জন কৃষকের মাঝে .৫০মেট্রিক টন ভুট্রার বীজ, ৪ মেট্রিক টন ডিওপি ও ৪ মেট্রিক টন এম ও পি রাসায়নিক সার বিতরন করা হয়।