টঙ্গীতে সাংবাদিকদের সাথে র্যাব-১ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে টঙ্গী থানা প্রেসক্লাব প্রাঙ্গণে এসভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, র্যাব-১ এর
ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন, র্যাব উত্তরার এএসপি মো. সালাউদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক হাজী এসএম মনির উদ্দিন, মোহাম্মদ আলম, আফজাল হোসেন, মৃণাল চৌধুরী সৈকত, মো. জাকির হোসেন, পলাশ প্রধান প্রমুখ।
বক্তব্য র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা বলেন, ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠার পর থেকে জীবনবাজি রেখে সাহসিকতার সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে। গাজীপুরের প্রায় ৯০ভাগ অপরাধ কর্মকান্ড টঙ্গীতে সংগঠিত হয়ে থাকে। সমাজের সকল অসঙ্গতি সমূলে উৎপাটন করার জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন র্যাব কর্মকর্তারা। সভায় উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও র্যাবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।