গজারিয়ায় বিসিক ওষধ শিল্পের কাঁচামাল তৈরিতে দেশের প্রথম বিশেষায়িত অঞ্চল মুন্সীগঞ্জের গজারিয়ায় বিসিক ওষধ শিল্প পল্লীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিসিক ওষধ শিল্প পল্লীতে বাংলাদেশ ওষধ শিল্প সমিতির উদ্যোগে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি:-এর এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওষধ প্রশাসন অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল ড. মাহবুবুর রহমান, বিসিক চেয়ারম্যান মোঃ মুশফিক হাসান, ভারতের রামকি গ্রুপের চেয়ারম্যান আয়োদ্দি রাম রেড্ডি।
তার বক্তব্যে নাজমুল হাসান পাপন এমপি জানান, অর্থনৈতিক কারণেই আগামী চার বছরের মধ্যে বাংলাদেশে ওষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের বিকল্প নাই। তাই আগামী ২০২৩ সালের মধ্যে ওষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন তারা। তিনি আরো বলেন, আজ যে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো তার প্রথম ধাপ আগামী ১৫ মাসের মধ্যে শেষ হবে আর স¤পূর্ণ কাজ শেষ হবে ২১ মাসের মধ্যে।
বিসিক চেয়ারম্যান মুশফিক হাসান বলেন, প্রকল্পটির সরকারি অংশের কাজ প্রায় শেষ। যে টুকু কাজ বাকী আছে তা আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে ।
বাংলাদেশ ওষধ শিল্প মালিক সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার বাউশিয়ায় এলাকায় ২০০ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে ওষধ শিল্পের কাঁচামাল তৈরীতে দেশের প্রথম বিশেষায়িত অঞ্চল। ইতোমধ্যে ২৭টি প্রতিষ্ঠানকে ৪২ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে । তাদের মধ্যে তিনটি প্রতিষ্ঠান তাদের অংশে নির্মাণ কাজ শুরু করেছে,বাকীরাও দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করবে।