ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র মো:সাইফুল ইসলাম কে ভর্র্তির জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ হতে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
গত ২ ডিসেম্বর সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল লতিফ প্রধান এবং উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র মো:সাইফুল ইসলাম কে ভর্তির জন্য ২০ হাজার টাকার চেক প্রদান করেন। উল্লেখ্য, গতকাল রবিবার ছায়া ছায়া মানব একটি ফেইসবুক আইডি থেকে টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না মেধাবী ছাত্র সাইফুল শিরোনামে উপজেলা প্রশাসন গোবিন্দগঞ্জ কে ট্যাগ করা হলে উপজেলা নির্বাহী অফিসারের বিষয়টি দৃষ্টিগোছর হয়৷তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে সাইফুলের সাথে কথা বলে ভর্র্তির ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন৷
মেধাবী ছাত্র সাইফুলের পরিবার এ অর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।