গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে বেদম মারপিট ও গুরতর জখম করে ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় সিংজানি গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী হাবিলদার এর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল কাফি এর পুত্র আবুল কাশেম, সায়দা বেগম, সাহেব মিয়া, স্বপন মিয়ার র্দীঘদিন যাবত ৭৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। যাহার মৌজাঃ পুনতাইড় , খতিয়ান-১৭৭,দাগ নং-১২২০৬। এরই জের ধরে গত ২৯ নভেম্বর আসামীদের বাড়ীর নিকট মসজিদে জুম্মার নামায পড়িয়া বাহির হইলে তাহারা আমার ছেলে জিল্লুর রহমান সহিত বাকবিতন্ডা করিয়া বিভিন্ন হুমকি প্রদর্শন করে এবং তাকে বেদম মারপিট করে সজ্ঞা হারিয়ে ফেললে ছেলের কাছে থাকা বিকাশ ব্যবসা নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন সজ্ঞাহীন অবস্থায় জিল্লুকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ হাঁসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। এ ঘটনার পর থেকে মুক্তিযোদ্ধা সোলায়মান আলী হাবিলদার এর পরিবার জানমালসহ নিরাপত্তা হীনতায় ভূগছে। এ বিষয়ে সোলায়মান আলী বাদী হয়ে আবুল কাশেম সহ ৫-৬জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা অভিযোগ পেয়েছি। ইতি মধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।