মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভীবাজার) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০১৯, ৪:০৯ এএম | আপডেট: ২ ডিসেম্বর, ২০১৯, ৬:০৯ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার, মৌলভীবাজার রোড, উত্তর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান চলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানা পুলিশ ।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয় সুত্র জানায়, অভিযানকালে দক্ষিণ বাজারে অবস্থিত বনফুল এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, উক্ত অভিযানে মেয়াদোত্তীর্ণ বাসি-পঁচা ফাস্ট ফুড জাতীয় খাদ্যদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে এসকল জরিমানা করা হয়।