রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক কোতোয়ালি থানাধীন জজ কোর্ট এর নীচ তলার পূর্ব পার্শ্বে টয়লেটের সামনে হতে ২ বোতল ফেন্সিডিলসহ আসামি মোছাঃ মুন্নি (২৫), স্বামীঃ কামরুল, সাং-গোপাল পুর, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ধারায় মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কোতোয়ালি থানাধীন দক্ষিণ খলিফাপাড়া বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন কাঁচা রাস্তা হতে ২০ পিস ইয়াবাসহ আসামি মোঃ এনামুল হক বিদুৎ(২৭), পিতা-মৃত-ইসমাইল হোসেন, সাং-সাতগাড়া মিস্ত্রিপাড়া, ওয়ার্ড নং-১৭, থানা-কোতয়ালী, মহানগর, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি থানাধীন ০৪ নং ওয়ার্ডস্থ পাকার মাথা চিকলী ভাঁটা জনৈক খোকা ম্যানেজারের বাড়ীর সামনে হতে ০.২ গ্রাম হেরোইনসহ আসামি মোঃ আবদুল কাদের (৪৮), পিতা- মৃত মহির উদ্দিন, সাং- পাকার মাথা চিকলী ভাটা, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-৮ জন, মাহিগঞ্জ থানায়-৩ জন, হারাগাছ থানায়-৩ জন এবং গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক-২ জনসহ মোট-১৬ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ(উত্তর ও দক্ষিণ) কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১৮ টি মামলা দায়ের করা হয়।