মানবতার বন্ধনে রংপুর কর্তৃক সুলতানপুর কওমি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। ওই খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মানবতামূলক কর্মকা-ে সকলকে অংশগ্রনের জন্য আহ্ববান জানান। খাবার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা শাখা (ডিবি) মোঃ আলতাফ হোসেন, মোঃ খোকন, মহানগর হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি, মানবতার বন্ধনে রংপুরসহ মানবতার বন্ধনে রংপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।