“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর দেশ ব্যাপি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে রংপুর পরিবার পরিকল্পনা বিভাগ সোমবার দুপুরে এডভোকেসী সভা এবং প্রেস ব্রিফিং এর আয়োজন করে। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব মাহবুব আলম বলেছেন দেশের উন্নয়ন সর্বত্র ক্ষেত্রে আজ দৃশ্যমান। বঙ্গবন্ধু সেতু, তিস্তা সেতু ,পদ্মা সেতু সহ জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যন্ত উন্নয়নের ছোঁয়া বিরাজ করছে। কিন্তু সেই ছোঁয়া পেতে হলে পরিকল্পিত উপায়ে পরিবার গঠন, দুইয়ের অধীক সন্তান গ্রহণ না করা,বাল্য বিয়ে রোধ সহ পরিবারকে শিক্ষিত করতে হবে। পরিবার পরিকল্পনাকে আরো জনগণের দ্বোর গোড়ায় নিয়ে যেতে হবে। সেই সাথে জনগনকেও সেবা নেয়ার জন্য এগিয়ে আসতে হবে বলে তিনি বলেন। এর আগে রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: শেখ সাইদুল ইসলাম জেলার ৮ উপজেলায় পরিবার পরিকল্পনার সেবা কার্যক্রমের উপর আলোচনা করেন। সেই সঙ্গে তিনি বাড়তি আরো কি কি সেবা দেয়া যেতে পারে সেই বিষয়ে আলোকপাত করেন। এ সময় আলোচনায় অংশ নেন ডা: রবিন্দ্র শংকর, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন ,রাধা কৃষ্ণপুর কলেজের প্রভাষক আলোকিত বাংলাদেশে পত্রিকার সাংবাদিক আবদুর রহমান মিন্টু, এনজিও কর্মী জাহেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোজাম্মেল হক সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।