ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুর বাজার সংলগ্নে তিনটি উন্নয়ন প্রকল্প কাজের শুভ উদ্বোধন করলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। রোববার বিকালে রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীন নির্মান , বিদ্যালযের সামনে পশ্চিম পার্শে পাকা রাস্তা হতে স্কুল পর্য়ন্ত রাস্তা এইচবিবি করণ ও রঘুনাথপুর বাজারে জাত্রী ছাওনী উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমনি, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক, ইউনিয়ন আওমীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, ইউনিয়ন আওমীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, রাখালগাছি ইউনিয়নের সকল ইউপি সদস্য, মনোয়ার হোসেন অসীম, দরবেশ আলী, হুমায়ন, জাকির হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।