ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধনী করা হয়েছে। রোববার বিকালে খেলার উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে স্মিতা মমো স্পোর্টিং ক্লাব মাগুরাকে হারিয়ে হেলাই ফুটবল একাদশ জয়লাভ করে।
৮ দলের অংশগ্রহনে এ টুনামেন্টে প্রথম খেলায় স্মিতা মমো স্পোর্টিং ক্লাব মাগুরা ও হেলাই ফুটবল একাদশ পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে খেলা শুরু করে। কিন্ত প্রথমার্ধের কোনো দলই গোল করতে পারেনী। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় হেলাই দলের ১১ নম্বর জার্সি পরিহিত সাব্বির প্রথম গোল করে। এরপর মাগুরা পাল্টা আক্রমন করে ৬১ মিনিটে মাগুরার খোলোয়ার রাব্বি গোল পরিশোধ করেন। খেলার পুরো ৯০ মিনিট গোলশুন্য থাকায় শেষে টাইব্রেকারে ২-০ গোলে স্মিতা মমো স্পোর্টিংক্লাব মাগুরকে পরাজিত করে হেলায় দল জয়ী হয়।
রেফারী মনোয়ার হোসেন অসীমের পরিচালনায় উদ্বোধনী খেলা দেখতে মাঠে উপস্থিত হন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আনোয়ারুল আজিম আনার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক, ইউনিয়ন আওমীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, ইউনিয়ন আওমীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম সহ হাজার হাজার ফুটবল ভক্ত।