“এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ¦ালি” এ স্লোগান নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে শীতার্ত প্রতিবন্ধি পরিবারের পাশে দাড়িয়েছে “উম্মুক্ত আলো” সামাজিক সংগঠন। সোমবার উপজেলার বিরুলী গ্রামের এক ঝাঁক কলেজ পড়-য়া শিক্ষার্থীরা ওই সংগঠনের ব্যানারে অসহায় আবুল কালামের পরিবারকে তার দুই প্রতিবন্ধি কন্যা রিয়া (১০) ও সীমার (৮) শীত নিবারনের জন্য খাট, লেপ, তোশক, কম্বল, বালিশ, মশারী ও শীত বস্ত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উম্মুক্ত আলো সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মিজানুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ নাছির উদ্দিন, সংগঠনের সভাপতি আলহাজ নুর মিয়া ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হোসনা আক্তার, সহসভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুগ্ন সম্পাদক আবিদ ভূঁইয়া, সদস্য মেহেদি হাসান, জান্নাতুল ফেরদাউস, জুয়েল রানা, উজ্জ্বল প্রমূখ।