গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদরাসা সুপারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠন ও শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানায়, সুন্দরগঞ্জ সদর বহুমূখী কারিগরি দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন যোগদানের পর থেকে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও এলাকার কাউকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো ম্যানেজিং কমিটি গঠনসহ সভাপতি নির্বাচিত করেন। একমিটি দিয়ে সুপার মাওলারা আবুল হোসাইন ও সভাপতি মাওলানা শাখাওয়াত হোসেন যোগসাজসে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি নিয়োগবিধির তোয়াক্কা না করে রাতের আঁধারে ভূয়া কাগজপত্র তৈরি করে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে গত মে/১৯ একজন সহকারী মৌলভী শিক্ষক নিয়োগ দেন। এ নিয়ে মাদরাসা অভিভাবক, প্রতিষ্ঠাতা ও কমিটির সদস্যবৃন্দ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ শিক্ষা বিভাগের উর্ধ্বতœন কর্তৃপক্ষের নিকট গত ২৫ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২ মাস অতিবাহিত হলেও তদন্ত কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্তের নামে কালক্ষেপন করে আসছেন। এ নিয়ে তদন্ত কর্মকর্তা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা মাহমুুদ হোসেন মন্ডল জানান ওই মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন তদন্তের সময় প্রয়োজনীয় কাগজপত্র না আনায় আগামী ৫ই ডিসেম্বর পুনরায় তদন্তের দিন-তারিখ ধার্য করা হয়েছে।