নোয়াখালীর সেনবাগে মডেল মসজিদের পাইলিংয়ের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সেনবাগ উপজেলার পরিষদ সংল্গন ইসলামি ফাউন্ডেশনের মডেল মসজিদ প্রকল্পের সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে ওই মডেল মসজিদের পাইলিংয়ের কাজের উদ্বোধন করেন,সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ বাজার ব্যবসায় কল্যাণ সমিতির সভাপতি আমান উল্লাহ সাবেক সভাপতি আক্তার হোসেন দুলাল, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, ঠিকাদার আবু নাছের ভিপি দুলাল, আবদুল ওয়াদুদ, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাদারণ সম্পাদক আবদুল আউয়াল,সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী। উদ্বোধন উপলক্ষে দোয়া পরিচালনা করেন-উপজেলা পরিষদ মসজিদের ইমাম নুরুল আমিন