কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ডিবি হইতে রাজারভিটা নদীর ঘাট পর্যন্ত রাস্তা মেরামতে ও কার্পেটিং এ ব্যাপক দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী মৌখিকভাবে বার বার বলার পরও কোন সুফল পাননি।
জানা যায়, চলতি বছরের বন্যায় থানাহাট ডিবি হইতে রাজারভিটা পর্যন্ত ২১‘শ মিটার রাস্তার ব্যাপক ক্ষতি হয়। তার আগে টেন্ডার করে কার্যাদেশ দেয়ার পরও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করেননি। বন্যার পর গত কয়েক দিন আগে তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ৪৯ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হলেও শুরু থেকেই স্থানীয় লোকজন এলজিইডির কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকরাও। বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায়ও উত্থাপিত হয়। কিন্তু কোন কিছুই তোয়াক্কা করেননি এলজিইডি। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাসুদ রানা রাস্তার উপরের মাটি পরিস্কার না করে বিটুমিন ছাড়াই কার্পেটিং করেন। কার্পেটিং এর আগে খোয়ার পরিবর্তে রাবিশ ফেলে রোলিং করা মাত্রই রাবিশগুলো পানির সাথে মিশে যায়। বিষয়টি স্থানীয় এলজিইডিকে অবহিত করা হলেও কোন কাজ হয়নি। কার্পেটিং এর সময় সরেজমিন গিয়ে দেখা যায় রাস্তা পরিস্কার না করে এবং প্রাইম কোট ছাড়াই রাস্তা কার্পেটিং করা হচ্ছে। রাজারভিটা এলাকার আজিজুল হক জানান, আমাদের বিটুমিন ঠিকমত না দিয়ে কোনরকম দায়সারা ছিটিয়ে রাস্তার কার্পেটিং করা হয়। রাস্তাটির বিভিন্ন জায়গায় এখনেই কার্পেটিং উঠে যাচ্ছে, ফলে রাস্তাটির স্থায়ীত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মন্ডলপাড়া’র বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এই রাস্তা যেভাবে তৈরী করা হয়েছে তাতে ৩ মাসের বেশী লাস্টিং করবে না।
থানাহাট বিজয়নগর গ্রামের বিদ্যুৎ মিয়া বলেন, রাস্তার কাজের সময় আমরা একাধিক বার অভিযোগ দিলেও আমাদের কারও কথা শোনেন নি ঠিকাদার।
স্থানীয় সাংবাদিক সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার বলেন, আমি সরেজমিনে রাস্তাটি পরিদর্শন শেষে, রাস্তাটির মেরামতের তথ্য চাইতে স্থানীয় এলজিইডি প্রকৌশলীর কাছে যাই তিনি তথ্য না দিয়ে তালবাহানা শুরু করেন।
এদিকে রাস্তার তথ্য চাইতে গেলে স্থানীয় এলজিইডি প্রকৌশলী আজিজার রহমান, তথ্য না দিয়ে তালবাহানা করতে থাকে।
পরে বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজকে মুঠো ফোনে জানানো হলে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।