বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম হলরুমে এ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, রেজাউল করিম রেজাসহ অন্যন্যরা। সাধারন সভা শেষে ২০২০ - ২০২৩ সালের ত্রি-বাষিক মেয়াদী গাইবান্ধা জেলা রেড ক্রিসেন্ট কমিঠি গঠন করা হয়।