মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ সোলায়মান দেওয়ানকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে পেশাজীবী নেতা ডা. মাজহারুল হক তপন এর বিরুদ্ধে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম হুমকি প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে মাজহারুল হক তপনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোলমান দেওয়ানকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়া হয়।
বিষয়টি স¤পর্কে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান দেওয়ান জানান, ঘটনার পরপরই তিনি বিষয়টি মৌখিকভাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আনিয়েছেন। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করবেন।
এদিকে গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন বিষয়টি মৌখিকভাবে সোলায়মান দেওয়ান তাকে জানিয়েছেন তবে এখনো থানায কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে ডা. মাজহারুল হক তপনের ব্যবহৃত মোবাইল ফোনে এধাধিক বার কল করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।