রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের তালিকা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ধান ও চাল সংগ্রহ কমিটির সভাপতি ও ইউএনও আমিনুল ইসলাম। ওই সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, উপজেলা ধান ও চাল সংগ্রহ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অশোক কুমার রায়, বিআরডিবি কর্মকর্তা মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার,এসএম মহিউদ্দিন আজম কিরন, রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি,সংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ। তারাগঞ্জ ওসি এলএসডি মিজানুর রহমান বলেন, এবারে চলতি আমন মৌসুমে ২০শে নভেম্বর হতে আগামী ২৮ শে ফেব্রুয়ারী ২০২০ ইং পর্যন্ত ক্ষুদ্র মাঝারি ও বৃহত কৃষক ও চাষীদের হতে লটারির মাধ্যমে উপজেলার মোট ১১৪৬ জনের নিকট হতে প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ক্রয় করা হবে।