নোয়াখালী হাতিয়া উপজেলার গুল্লাখালি খাল থেকে ধারালো অস্ত্রসহ জামাল উদ্দিন (৪৫) নামে এক জলদস্যুকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড।
রোববার সকালে গুল্লাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটককৃত জামাল উদ্দিন নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালি গ্রামের মৃত সেকান্ত মিয়ার ছেলে।
এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ল্যাফ: মেহেদী হাসান জানান, জামাল তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে হাতিয়ায় নদীতে ডাকাতি করে আসছে।
রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গুলিয়াখালি ডাকাতির প্রস্তুতি নেওয়ার আগে তাকে আটক করা হয়। তার সাথে থাকা বাকিরা ডাকাতরা পালিয়ে যায় এবং তার সাথে থাকা দেশিয় তৈরি ধারালো ৫টি রামদা জব্দ করা হয়। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে পূর্বের ২টি ও অস্ত্র আইনে আরো একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।