বাল্যবিবাহ বন্ধে সংশ্লিষ্ট সকলের ভূমিকা এবং মেয়ে আমি সমানে সমান প্রচারাভিযানের রংপুরে বিভাগীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। রোববার দিনব্যাপী আরডিআরএস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ কমিশনার কে. এম. তারিকুল ইসলাম, রংপুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক কাওসার পারভীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মোঃ আখতারুজ্জামান, বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক খোন্দকার মোঃ ইকবাল হোসেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোঃ রওশন আলম, সমাজসেবা সহকারী পরিচালক ইকবাল হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিভাগীয় ব্যবস্থাপক আশীষ কুমার বকসী, এতে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ ডিরেক্টর ফিল্ড অনুষ্ঠানে হুমায়ুন খালেদ, অপারেশনস।প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত ৫ বছর মেয়াদী “মেয়ে আমি সমানে সমান” বা “গালর্স গেট ইক্যুয়েল” একটি বৈশ্বিক ক্যাম্পেইন বা প্রচারাভিযান যা যুবনেতৃত্বে পরিচালিত সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করবে। সমাজের প্রতিটি মেয়ে শিশু ও যুব-নারী যাতে নিজের সক্ষমতা দিয়ে নিজের জীবন ও আশেপাশের পৃথিবীকে পরিবর্তন করতে পারে সেটি নিশ্চিত করতে এই ক্যাম্পেইন কাজ করছে এবং করবে। যেহেতু তরুণরাই এই ক্যাম্পেইনের প্রাণ তাই এই ক্যাম্পেইন বা প্রচারাভিযান প্রাথমিকভাবে ১৫-২৪ বছর বয়সী তরুণ, বিশেষত মেয়ে শিশু ও যুব-নারীদের সাথে কাজ করবে। এই ক্যাম্পেইনের মূলত তিনটি বিষয়, মেয়ে শিশু ও যুবনারীরা সমানভাবে ক্ষমতাবান হবে,অনলাইনে বা পাবলিক প্লেসে তাদের সমান স্বাধীনতা থাকবে যাতে তারা ভয়হীন পরিবেশে তাদের মতামত প্রদান করতে পারে এবং ডিজিটাল মাধ্যম, সংবাদ পত্র অথবা অন্যান্য মুদ্রণ মাধ্যম এবং বিজ্ঞাপনে মেয়েদের বৈষম্যমূলক এবং নেতিবাচক উপস্থাপনের চিরায়িত ধারণা বদলে ফেলতে কাজ করবে যাতে মেয়ে এবং ছেলেদের ইতিবাচক প্রতিনিধিত্বের জায়গা তৈরী হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, যুব নারী, শিক্ষক, অভিভাবক, কাজী, ইমাম, পুরোহিত, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সাংবাদিক প্রমূখ।