প্রাথমিক সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন করতে এসে সড়ক দূর্ঘটনার স্বীকার হল ছপুরা খাতুন (৩৫) ও সমাপ্তি খাতুন (৩৫)। তাঁরা দু'জনই আন্ধারীঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ৩০ নভেম্বর রোববার সকাল ১০টার দিকে ভূরঙ্গামারী- কুড়িগ্রাম পাকা সড়কের সড়ককাটা নামক বাজারের সন্নিকটে অটোযোগে আসার পথে পিছন থেকে মাটি বোঝাই ভটভটি ধাক্কা মারলে ছপুরা ও সমাপ্তি ম্যাডাম দুজন গুরুতর আহত হয়। তৎক্ষনাত ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভটভটি থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজনের সহযোগীতায় শিক্ষিকা দু’জনকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ছপুরা বেশি গুরুতর আহত হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে এ্যাম্বুলেন্সযোগে রংপুর পাঠানের পরামর্শ দেন। ছপুরা ম্যাডাম রংপুরে জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর সমাপ্তি ম্যাডাম ভূরুঙ্গামারীতে চিকিৎসাধীন রয়েছেন। ভূরুঙ্গামারী থানায় ফোন করে জানাগেছে, ভটভটি জব্দ করা হয়েছে। কোন মামলা হয়নি।