সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও রোটারী ক্লাব সেন্ট্রাল ঢাকার যৌথ উদ্দোগে রংপুরে দুদিন ব্যাপী মরনোত্তর চক্ষুদান বিষয়ক কর্মশালার সমাপনী দিনে চক্ষু বিশেষঞ্জ বক্তারা বলেছেন মৃত্যুর পর আমার আপনার দেহ চিতায় ভষ্ম হবে কিংবা মিশে যাবে মাটিতে। তবে আমার আপনার দানকৃত দুটো চোখ দু‘জন দৃষ্টিহীনের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবে। আমরা চাইনা রংপুরে যেন কর্নিয়া জনিত কারণে কেউ অন্ধ থাকুক। আপনাদের সবার আন্তরিক সহায়তা পেলে অবশ্যই রংপুর সহ সারা দেশে মরনোত্তর চক্ষুদান আন্দোলন সফল হবে। তাই আপনারা সবাই এগিয়ে আসুন এই মানবতার কাজে। রংপুরে দু‘দিন ব্যাপি এই প্রশিক্ষনে সন্ধানীর প্রায় ৫৯ জন কর্মী মরনোত্তর চক্ষু সংগ্রহ, সংরক্ষন ও সংযোজন সহায়তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা প্রধান বীর মুক্তিযাদ্ধা লেফটেন্যান্ট জেনারেল বীরপ্রতীক মো. হারুনুর রশীদ ও দেশ বরেন্য স্বনামধন্য চিকিৎসক প্রফেসর তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল চেয়ারম্যান শিশু সার্জারী বিভাগ বঙ্গবন্ধু মেডিডেল বিশ্ববিদ্যালয, প্রফেসর নিউরোসার্জন সন্ধানী রচিমের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আনিসুল ইসলাম ডিউক, প্রফেসর জয়নুল ইসলাম নিউরোসার্জন ও মহাসচীব SNEDS প্রফেসর শফিউল আলম চপল নিউরোসার্জন NINS, প্রফেসর নীহার রন্জন রায় NIO , পরিচালক স্বাস্থ্য ডা. হাবিবুর রহমান, ডা. ফারিয়া হাসান টীনা ও মিসেস সালমা মাসুদ সভাপতি রোটারী ক্লাব অব সেন্ট্রাল ঢাকা, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু, হাসপালতাল পরিচালক সহ আরো চিকিৎসকগণ।