রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে স্টেশন পর্যন্ত রাস্তার দুইপাশের ফুটপাতের অবেধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার উজ্জ্বল কুমার।
উচ্ছেদ অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরপিএমপির ট্রাফিক ইন্সপেক্টর বেলাল হোসেন, কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ, ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ প্রমুখ। এ সময় রাস্তার দুই পাশের ফুটপাতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি আর কেউ যাতে ফুটপাতে অবৈধভাবে কোন কিছু পরিচালনা করতে না পারে সেজন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়।