গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল দলিল সৃজন করে জমি দখলের চেষ্টায় জোরপূর্বক লক্ষাধিক টাকার গাছ কর্তন করায় জমির মালিক কালু মাল পাহাড়ী ভূমি দস্যুদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী (হিলালীপাড়া) গ্রামের মৃত তেলেঙ্গা মাল পাহাড়ীর ছেলে কালু মাল পাহাড়ী এ অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ, কালু মাল পাহাড়ী কিছু দিন পূর্বে সাংসারিক প্রয়োজনে পার্শ্ববর্তী নাছিরাবাদ গ্রামের অভিযুক্ত মৃত্যু আবুল কালামের স্ত্রী কুলসুম বেওয়া ও ছেলে আঃ কদ্দুস এর নিকট জমি বন্দক রাখে। পরে জমির আবার ৫ শতক জমি বিক্রি করার জন্য দর দাম নির্ধারণ করে ২০ হাজার টাকা বায়না গ্রহন করে। বায়নার টাকা দেয়ার সময় অসৎ উদ্দেশ্যে সু-কৌশলে কুলসুম বেওয়া ও ছেলে আঃ কদ্দুস কালু মাল পাহাড়ী ও তার ভাই কার্তিক মাল পাহাড়ীর নিকট ছবি ও পরিচয় পত্রের ফটোকপি নিয়ে ৪ টি ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় ও বলে পরে মহুরী দিয়ে লেখিয়া নিয়ে ফটোকপি করে দিব। কিন্তু পরে ওই স্ট্যাম্পের ফটোকপি চাইলে দিতে অস্বীকার করে বলে তোমরা দুই ভাই জমি দলিল করে দিয়েছে। তারা ওই সাদা স্ট্যাম্পে তাদের ইচ্ছেমত টাকার অঙ্ক বসাইয়া একটি এ্যাফিডেভিট সৃজন করে জমি দখলের চেষ্টা করে এবং জমিতে থাকা লক্ষাধিক টাকা মূল্যের ইউক্লিপাটর্স গাছ কাটে। এ বিষয়ে নিরুপায় হয়ে কালু মাল পাহাড়ী বাদী হয়ে উল্লেতি ভূমি দস্যু কুলসুম বেওয়া ও ছেলে আঃ কদ্দুস সহ ৫/৭ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কর্তনকৃত গাছগুলো জব্দ করা হয়েছে। পববর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।