বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলায় ৪ ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় একটি ইউনিয়নে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার দিনব্যাপী উপজেলার ভবেরচর, বাউশিয়া,টেংগারচর, গুয়াগাছিয়া, ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং গুয়াগাছিয়া ইউনয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। সদ্য ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ আওয়াম লীগ নেতা দাইয়ূম খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল হক খান। বাকী ৩টি ইউপিতে সম্মেলন শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এসব ইউনিয়নে দ্রুতই নতুন কমিটি ষোষণা করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া মেনে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনগুলো করা হচ্ছে। অচিরেই বাকী ইউনিয়নগুলোর সম্মেলন শেষ করা হবে।