চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বাসে জোরপূর্বক যৌন হয়রানির অভিযোগে তিনজনকে আটক করেছেন নগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে শহরের চান্দগাঁও থানার বাস টার্মিনাল ও বাহির সিগনাল এলাকা থেকে তাদেরকে অভিযান চালিয়ে আটক করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মিজানুর রহমান।
আটককৃতরা হচ্ছেন- সোহাগ নন এসি বাসের বাসচালক এহসান করিম (৩৩), সুপারভাইজার আলী আব্বাস (৩২) ও হেলপার ভুট্টু মিয়া (২৯)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। গোয়েন্দা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে চান্দগাঁও থানার বাস টার্মিনাল ও বাহির সিগনাল এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় উপর্যুক্ত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা বাসের সব যাত্রী নেমে যাওয়ার পর খারাপ উদ্দেশ্যে ওই ছাত্রীকে নিয়ে বাস চালিয়ে টার্মিনালের দিকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাসের সুপারভাইজার ও হেলপার ছাত্রীটিকে যৌন হয়রানি করেন। পরে বাস থেকে কৌশলে নেমে পড়েন ছাত্রীটি।