মোল্লাহাটে সম্পদশালীর বিরুদ্ধে সরকারী খাস জমি অবৈধ জবর-দখলের প্রতিকার দাবীতে বাগেরহাট জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভূমিহীন এক ব্যক্তি। উপজেলার মৎস্যসরা মৌজা জে.এল নং ১৬-১৭ এর ১নং সরকারী খাস খতিয়ানের .২৮ একর জমি অবৈধ জবর দখলের প্রতিকার দাবীতে এ অভিযোগ করা হয়।
অভিযোগে প্রকাশ, উল্লিখিত খাস জমি এলাকার অনেকে ভোগ দখল করতো। পরবর্তীতে গ্রামের লোক-জনের সিদ্ধান্তে ওই জমি স্থানীয় চরকান্দি জামে মসজিদের অনুকুলে রাখা হয়। তদানুযায়ী মসজিদ কমিটির থেকে বাৎসরিক লীজ/ইজারা নেয় ওই গ্রামের সম্পদশালী ঠান্ডা মিয়া শেখ ও মান্নান শেখ। প্রথমে মসজিদে কিছু টাকা দিলেও পরবর্তীতে আর টাকা না দিয়ে জবর-দখল করে চলেছেন ওই দুই ব্যক্তি। অপরদিকে ওই জমি ভূমিহীনের অনুকুলে বন্ধবস্ত দেয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে সরকারের পক্ষে ভূমি প্রশাসন/ব্যাবস্থাপনা বিভাগ। সরকারের এ উদ্যোগ নস্যাৎ চেস্টাসহ অবৈধ জবর-দখলের হীনস্বার্থে সংশ্লিষ্ট দপ্তরে দৌড়-ঝাপ করছেন সম্পদশালী ঠান্ডা মিয়া শেখ ও মান্নান শেখ।
উক্ত ঘটনায় যখাযথ প্রতিকার দাবীতে ভূমিহীন বাদশা শেখ স্বাক্ষরিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ঠান্ডা মিয়া শেখ বলেন, তার জমির মধ্যে ওই জমি, যে কারণে তিনি ভোগ করছেন এবং শেষ পর্যন্ত ভোগের চেস্টাও করবেন।