জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- বিএনপি নেতাদের পতনের ঘন্টা বেজে উঠেছে। এই দলটির নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। সাধারণ মানুষের কাছে এই দলের গ্রহণযোগ্যতাও নেই। কারণ; তারা বেগম জিয়ার জন্য মায়া কান্না করলেও বেগম জিয়ার মুক্তি তারা আন্তরিকভাবে চান না। আন্দোলনের ডাক দিয়ে তারা আত্মগোপনে থাকেন। বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর ঠিকমত একদিনও আন্দোলন করতে পারেন নি। এজন্য দল থেকে নেতারা পদত্যাগ করছেন। সামনে আরো করবেন। কেন্দ্রীয় নেতারা কর্মীশূণ্য হয়ে পড়েছেন। তারা দলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন। মূলত: তারা জিয়া পরিবারের প্রতি নাখোশ। আমার নেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যখন যেসব নির্দেশ আসবে তা অক্ষরে অক্ষরে পালন করবো। এতে যে কোন ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি। বিএনপির যে সমস্ত নেতারা বলছেন-আওয়ামীলীগের পতনের ঘন্টা বেজে উঠেছে; কিংবা আগামী ৫ডিসেম্বর বেগম জিয়ার মুক্তি না হলে সরকার পতনের আন্দোলন করবেন, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই- আপনারা শান্তিতে রাজনীতি করছেন। সরকার নিয়ে বেশি বাড়াবাড়ি করলে নিজেরাই দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। সুতরাং নিজেদের ঘর সামলান। তারপর অন্যান্যের নিয়ে চিন্তা করেন।
আজ রোববার সকালে শীর্ষ অনলাইন নিউজ এজেন্সি এফএনএসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দুর্নীতিকে বরাবরেই ঘৃণা করেন। তিনি দেশে গরীব-দুঃখী মানুষকে ভালবাসেন। যারা দুর্র্নীতিবাজ তাদের কোন ছাড় দিচ্ছেন না। এই সরকারের আমলে মানুষ সুখেই আছেন। মানুষের কথা বলার স্বাধীনতা আছে। জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগের দশ জেলায় কমিটি আছে। বিএনপির যে কোন সন্ত্রাস এবং নৈরাজ্যের জবাব নেত্রীর নির্দেশ পেলে অবশ্যই দেব। এজন্য প্রস্তুতিও আছে। চট্টগ্রাম বিভাগে এই সংগঠনের আমার নেতৃত্বে বহু নেতাকর্মী দলের জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।
হালিশহরের সবুজবাগে নিজস্ব কার্যালয়ে দেয়া ওই সাক্ষাতকারে দুর্র্নীতি বিরোধী প্রশাসনের চলমান অভিযান প্রসঙ্গে সেলিম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে অবশ্যই ওয়েলকাম জানাই। একই সঙ্গে সারা দেশে ব্যাপক উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকেও অভিনন্দন জানাচ্ছি। প্রশাসনের মধ্যে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারী যারা ঘাপটি মেরে বসে আছেন তাদের চিহিৃত করতে হবে। দলের মধ্যেও যারা লুটেপুটে খাচ্ছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ; অনুপ্রবেশকারীদের জন্য দলের ত্যাগী নেতাকর্মীরা কোন মূল্যায়ন পাচ্ছেন না।
নবগঠিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সেলিম বলেন, দলের ত্যাগী এবং অভিজ্ঞরা দলে এবার স্থান পাচ্ছেন। এমন একটি সুন্দর কমিটি উপহার দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। সুযোগ থাকলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে মিডিয়ার মাধ্যমে আমি এই কমিটির সবাইকে অভিনন্দন জানাতাম।
রাজনীতি করে কি পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে সেলিম দুঃখ প্রকাশ করে বলেন, গত কয়েক বছরে মাটিরাঙ্গার জামেনী পাড়ায় আমি সন্ত্রাসীদের অত্যাচারে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। হুমকির মুখে স্বপরিবারে চট্টগ্রামে আশ্রয় নিয়েছি। এরপরেও কেন্দ্র এবং মহানগর থেকে আওয়ামী লীগ পরিবারের কেউ আমার খবর নেয়নি। এজন্য হতাশ হয়নি। বরং মনোবল নিয়ে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দলের তথা নেত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যাব।
সূত্র জানায়, বিগত অন্তত ৪৫বছর আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন চট্টগ্রামের হালিশহরের শ্রমিকলীগ নেতা মোহাম্মদ সেলিম। চট্টগ্রামের ৪১ওয়ার্ডে তাঁর পদচারণা রয়েছে। কেন্দ্রীয় এবং মহানগরের একাধিক নেতৃবৃন্দের সাথে তাঁর সু-সম্পর্ক রয়েছে। মোহাম্মদ সেলিম ওই সংগঠন ছাড়াও চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন রিক্সা চালক-মালিক সমন্বয় পরিষদের সভাপতি, বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার বহুমূখী কল্যাণ সমিতির মাটিরাঙ্গা শাখার সভাপতি, সাপ্তাহিক আলোকিত সৌরভের উপদেষ্টা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে কোন সময় সুদৃষ্টি দেবেন বলে সেলিম এখনো অত্যন্ত আশাবাদী।