কালীগঞ্জের বাজার গুলোতে পেঁয়াজের দাম এখনো চড়া। নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু করলেও তার প্রভাব নেই। উচ্চদরের কারণে পেঁয়াজের চাহিদাও কমেছে।
কালীগঞ্জ শহরসহ বিভিন্ন বাজারে বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে গড়ে ১৬০ টাকা দরে। তবু নতুন পেঁয়াজের তুলনায় পুরনো পেঁয়াজের চাহিদা অনেক বেশি। বাজারে সব ধরনের পেঁয়াজের সরবরাহ কম দেখা গেছে। বাজারে পেঁয়াজ কিনতে আসা তারেক মাহামুদ নামে এক ব্যক্তি জানান, নতুন পেঁয়াজ অপরিপক্ক। খেতে একদম ভালো লাগে না। ফলে বেশি দাম হলেও পুরনো পেঁয়াজই কিনতে হচ্ছে।
আরেক ক্রেতা জামির হোসেন বলেন, ‘সরকার বার বারই বলছে দাম কমবে। কিন্তু বাস্তবে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। পেঁয়াজ কিনতে আমাদের খুব কষ্ট হচ্ছে। যেখানে এক কেজি কিনতাম, দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে আধা কেজি কিনছি।’
কালীগঞ্জ শহরের বিক্রেতা নাজিম উদ্দিন বলেন, নতুন পেঁয়াজের বিক্রি নেই। বাজারেও খুব কম পরিমাণে আসছে। এক মণ কিনলে তা বিক্রি করতে সারা দিন লাগছে। পুরনো পেঁয়াজের চাহিদা বেশি, কিন্তু সরবরাহ অনেক কম।