ঝিনাইদহের কালীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচালাল এ- কমার্স ব্যাংকের ৭৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় শহরের মেইনবাসষ্টান্ডে অবস্থিত ব্যাংকটির শুভ মহরত অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ব্যাংকের পরিচালক বেগম সুফিয়া আমজাদ ও স্পন্সর শেয়ার হোল্ডার ও সাবেক পরিচালক মতিউর রহমান।
এ উপলক্ষে সাউথ বাংলা ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অত্র শাখা কার্ষালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ সদস্য আবদুল মান্নান, মোচিকের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার কবির, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, সাউথ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্ল্যা, খুলনা অঞ্চলের প্রধান এস এম ইকবাল মেহেদী ও কালীগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্টানের শেষ পর্বে প্রধান অতিথি এমপি আনার ফিতা কেটে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপর দোয়া পরিচালনা করেন আলহাজ¦ কাজী আবদুল কাদের। শেষে ব্যাংকের এভিপি ও কালীগঞ্জ শাখার ব্যাবস্থাপক বিধান কুমার সাহা উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথি ও গনমান্য ব্যাক্তিদের ধন্যবাদ জানিয়ে উদ্বোধন অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।