পূর্ব নির্ধারিত সময়ে হচ্ছেনা বরিশাল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এমনকি আসন্ন জাতীয় কাউন্সিলের আগে জেলা সম্মেলন হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। এর পূর্বে দেশের সকল জেলা, উপজেলা, মহানগর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটি গঠনের নির্দেশনা রয়েছে কেন্দ্র থেকে। তারই অংশ হিসেবে দীর্ঘ ৭ বছর পর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি নেয়া হয়। এমনকি গত ১৭ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সম্মেলনের তারিখও চূড়ান্ত হয়। ৭ ডিসেম্বর মহানগর এবং ৮ ডিসেম্বর হওয়ার কথা ছিলো জেলা আওয়ামী লীগের সম্মেলন।
এদিকে সম্মেলনকে ঘিরে জেলার ১০টি উপজেলা, ছয়টি পৌরসভা এবং মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডের কমিটি গঠণ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে সম্মেলন শেষে কমিটিও ঘোষণা করা হয়েছে। এখন চলছে মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির কাজ।
তবে এক সাথে শুরু করেও পিছিয়ে পরেছে জেলা আওয়ামী লীগ। তাদের অধীনস্ত ১০টি উপজেলার মধ্যে শুধুমাত্র মুলাদী, বাকেরগঞ্জ এবং আগৈলঝাড়া উপজেলায় সম্মেলন করতে পেরেছে তারা। বাকি সাতটিতে চলছে প্রস্তুতি। তবে ছয়টি পৌর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে নেই তেমন আলোচনা। এমনকি সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড সম্মেলনও সম্পন্ন হয়নি।
তার মধ্যেই সুনির্দিষ্ট কারণ ছাড়াই ৮ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে কি কারণে স্থগিত করা হয়েছে তাও অজানা সিংহভাগ নেতাকর্মীদের। এমনকি এনিয়ে মুখ খুলছেন না শীর্ষ নেতারাও। জাতীয় সম্মেলনের আগে আদৌ জেলা সম্মেলন হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
ফলে দীর্ঘ ৭ বছর পরে নেতাকর্মীদের মধ্যে জেগে ওঠা উৎসহ-উদ্দিপনা নিমিশেই ম্লান হয়ে গেছে। তবে সম্মেলন হবে বলে নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সম্মেলন চলমান। এরইমধ্যে অধিকাংশ উপজেলার সম্মেলন শেষ হয়েছে। কি কারণে জেলা সম্মেলন স্থগিত করা হয়েছে সে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, নিশ্চিত করে বলতে পারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।
অপরদিকে জেলার সম্মেলন নিয়ে অনিশ্চয়তা থাকলেও মহানগর আওয়ামী লীগ সম্মেলন চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে। আগামী ৮ ডিসেম্বর সম্মেলন সম্পন্ন করতে ইতোমধ্যে মহানগর এবং ওয়ার্ড কমিটির সাবেক ও বর্তমান কমিটির নেতাদের নিয়ে বর্ধিত সভা করেছেন তারা। সম্মেলনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান।
মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি। উদ্বোধণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এবং প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।
তারা আরও বলেন, দীর্ঘ বছর পর মহানগর আওয়ামী লীগের সম্মেলন আনন্দময় এবং উৎসব মুখর করে তুলতে নানা আয়োজন করা হয়েছে। এজন্য ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয়টি তদারকি করছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ওই দুই নেতা আশাব্যক্ত করেন, সকলের প্রচেষ্টায় তারা একটি সুষ্ঠু ও সুন্দর সম্মেলন উপহার দেবেন।