১লা ডিসেম্বর পঞ্চগড়ের বোদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বোদা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ বটমুল চত্বর থেকে বের হয়ে বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বটমূল চত্বরে শেষ হয়। শোভাযাত্রা শেষে একুশ স্মৃতি পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মামুদ হাসান, বোদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবদুর রউফ, বোদা পাথরাজ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রবীর চন্দ, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন,ূ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বাংলাদেশ ছাত্রলীগ বোদা উপজেলা শাখার সভাপতি অমিও আলম অমি প্রমূখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী দেখানো হয়।