নগরীতে দ্বিতীয় দফায় রোববার সকাল থেকে শুরু হয়েছে টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি। আর এ পেঁয়াজ কিনতে সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। সকাল থেকে নগরীর নির্ধারিত পাঁটি পয়েন্টে খোলা বাজারে এ পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবির ডিলাররা।
পেঁয়াজগুলো আকারে বড় হলেও খুচরা ও পাইকারি বাজারের চেয়ে দাম কম হওয়ায় সকাল থেকেই টিসিবির ডিলারদের ট্রাক ঘিরে দীর্ঘলাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘসময় অপেক্ষার পর পেঁয়াজ কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। পাশাপাশি খুচরা ও পাইকারি বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের (ক্রেতাদের)।
অপরদিকে বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল ছিল। এ কারণে গত ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধণ করা হয়। প্রথম দফায় পাঁচ হাজার কেজি পেঁয়াজ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা দরে বরিশালের বিভিন্নস্থানে বিক্রি করা হয়। গত কয়েকদিন এ কার্যক্রম বন্ধ থাকার পর রোববার সকাল থেকে আবারও খোলা বাজারে সাধারণ মানুষের জন্য ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৫ টাকা দরের এ পেঁয়াজ নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট-জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, সিটি কর্পোরেশনের সামনে, আমতলা মোড় পানির টাংকি সংলগ্ন, বটতলা চৌমাথা বাজার এবং রূপাতলী চান্দুর মার্কেট এলাকায় খোলা বাজারে টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। টিসিবি’র দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বিক্রির জন্য পাঁচজন ডিলারকে এক হাজার কেজি করে মোট পাঁচ হাজার কেজি পেঁয়াজ বিক্রয়ের জন্য দেওয়া হয়েছে।