তাহিরপুর উপজেলায় ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে বীজ ও সার বিতরনের পুর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
উপ সহকারি কৃষি ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান-উদ দৌলা,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তুজা,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম,সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।
সভা শেষে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।