সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৬ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটে নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
র্যালীতে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ, বিআরটিএ বাগেরহাটের সহকারি পরিচালক তানভীর আহমেদ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক আলী আকবর টুটুল, সদস্য সচিব এ্যাড. ইফতেখারুল ইসলাম রানা, যুগ্ন আহ্বায়ক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, যুগ্ন আহ্বায়ক শেখ আসাদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে নিরাপদ সড়ক সড়ক চাই সংগঠনের বাগেরহাট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।