নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের একটি অসহায় পরিবারকে দুই মাসের খাদ্য সামগ্রী চাল,ডাল,তেল, আলু, লবন,চিনি, পেয়াজ,রসুন ও নগদ টাকা দিয়ে মানবিক সাহায্য করেছে আমাদের শায়েস্তানগর ও সৃজনশীল সামাজিক সংঘঠন নামের দুইটি সংগঠন।
শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে কাতার প্রবাসী ব্যাপারী জহির, তৈহিদ, মিঠু, ইসমাইল, দ্বীন মোহাম্মদ রনি, আবদুল মন্নান, সবুজ, মহিন উদ্দিন দুর্ঘটনায় হাত ভেঙ্গে যাওয়া খলিফা বাড়ির মোঃ ইব্রাহিম ও তার পরিবারের হাতে ওই সামগ্রীগুলো তুলে দেন।
গত কয়েকদিন আগে দিন মজুর ইব্রাহিম কাজ করতে গিয়ে তার ডান হাত ভেঙ্গে যায়। এতে পরিবারের উপাজনক্ষম একমাত্র ব্যাক্তিটি চিকিৎসা সহ ভরণ পোষনের জন্য বিভিন্ন ব্যাক্তির নিকট সাহায্যের জন্য হাত পাততে শুরু করে। এতে এগিয়ে আসে ওই সংগঠন দুইটির লোকজন। এক সঙ্গে পরিবারের দুই মাসের খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ পেয়ে দারুন খুশি ইব্রাহিম ও তার পরিবার।