দাকোপের প্রবীণ রাজনীতিবিদ,বিশিষ্ট সমাজসেবক সাবেক সংসদ সদস্য (এমএনএ) মরহুম লুৎফর রহমান মনির স্বরণ ও শোক সভা উপজেলা নাগরিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪ টায় চালনা পৌরসভার মিলনায়তনে উপজেলা নাগরিক কমিটির আহবায়ক মহানন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয। সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নারায়ন চন্দ্র সরকার,আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, অধ্যাপদ দুলাল রায়,অসিত বরণ সাহা,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, এ্যাডঃ কৃষ্ণ পদ মন্ডল, এ্যাডঃ চিত্তরঞ্জন সরকার, শেখ ছাব্বির আহম্মেদ, বীর মুক্তিযুদ্ধা অহেদুরজ্জামান, চালনা পৌর বিএনপির আহবায়ক সাকিল আহম্মেদ দিদু, চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজী। উপস্থিত ছিলেন মরহুম লূৎফর রহমান মনির বড় পুত্র শামীমুর রহমান অর্ণব, কন্যা এ্যাডঃ শারমিন আকতার মনি, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক জি এম রেজা, শেখ শরিকুল ইসলাম, মদন মহন রায়, সিরাজুল ইসলাম সেন্টু, সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়, শেখ মোজাফফার হোসেন, এস এম, মামুনুর রশিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান খান, সিপিবির কিশোর কুমার রায়, ডাঃ আদিত্য কুমার মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, শেখ গোলাম রসুল,যুবলীগনেতা রতন কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, রাহুল রায় প্রমুখ।