বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্য্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও কৃষকদল মনিটরিং কমিটির দলনেতা কে.এম মাহবুবার রহমান (হারেজ)।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রংপুর মহানগর শাখার আহ্বায়ক শাহ্ নেওয়াজ লাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য জেড.এম. মর্তুজা চৌধুরী (তুলা) ও খান রবিউল ইসলাম (রবি)।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, রংপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুর রহমান মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রংপুর মহানগর শাখার সিনিয়র যূগ্ম আহ্বায়ক ফিরোজ রহমান পিন্টু,যূগ্ম আহ্বায়ক ইকবাল ইমাম শাহীন, শরিফুল ইসলাম শরীফ, হামিদুল ইসলাম, রবিউল মাষ্টার, হারুন-অর-রশীদ, সদস্য সচিব আহসানুল কবীর পাপ্পু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা শাখার আহ্বায়ক আনোয়ারুল হক সাহাদৎ, যূগ্ম আহ্বায়ক ওবায়দুল আলম হযরত আলী, সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু ও পীরগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবদুর রহমান প্রমূখ।¬¬
সভায় বক্তারা, বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির আন্দোলনকে জোরদার করার দাবী জানানোসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।