রংপুর নগরীর ৩১ ও ৩২ নং ওয়ার্ডে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠন বিষয়ে পৃথক পৃথক ভাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ৩১ নং ওয়ার্ডের নাজিরদিঘির উচ্চবিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা আয়োজিত মতবিনিময় সভায় মাদক, জঙ্গি, বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত আলোচনা করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুল হক। ৩১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি মজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফুল কবীর বাটুল, ৩১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আহসান হাবীব আনসার, যুব সংহতির সভাপতি আশরাফুল সরকার প্রমুখ। এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগর মীরগঞ্জ বাজারস্থ কাউন্সিলরের কার্যালয়ে ৩২ নং ওয়ার্ড বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভা ওয়ার্ড কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুস্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাজহাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ রোকনুজ্জামান রোকন, বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশেনর ৩২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম, মহিলা কাউন্সিলর নাজমুন নাহার নাজমা, সাবেক প্যানেল মেয়র আবুল কাশেম, কমিউনিটি পুলিশিং কোতোয়ালি থানা কমিটির সদস্য সচিব আবদুল কাদের দিদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহুবার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজিয়েট স্কুল এ- কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মমতাজুল ইসলাম মমতাজ, ৩২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, সহ-সাধারণ সম্পাদক জামাল মিয়া, সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রফিকুল ইসলাম মুন্সি, আসাদুল ইসলাম, চান মিয়া, শাহা আলম প্রমুখ।