গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের গোবিন্দনগর মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের খামার গোয়ালঘরে গত শুক্রবার রাতে দৃর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে খামার গোয়ালঘরে থাকা ৭ টি গরু মর্মান্তিক ভাবে মারা যায়। এ ঘটনায় পরিবারের লোকজন নি:স্ব হয়ে পড়েছে। অপরদিকে এ ছাড়াও একই রাতে শহিদুলের চাচা কাশেমের বাড়ীতেও দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পরের দিন শনিবার সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্ম্মণ, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, থানা পুলিশ ও ইউ'পি চেয়ারম্যান শাহাদত হোসেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা রামকৃষ্ণ বর্ম্মণ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।