টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন মিলসের ১৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নিউ মন্নু ফাইন কটন মিলসের শেয়ার হোল্ডারের মধ্যে গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি.কম, নিউ মেঘনা টেক্সটাইল মিলসের চেয়ারম্যান জাহিদ আল মামুন, আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। পরে শেয়ার হোল্ডারদের মধ্যে এক বছরের লভ্যাংশের অর্থ প্রদান করা হয়।