টঙ্গীতে চিকিৎসাসেবা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীস্থ ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের মিলনায়তনে টঙ্গী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের চেয়ারম্যান ডা: আছমত আলীর সভাপতিত্বে ও টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জি. এম এম হেলাল উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম. জালাল মাহমুদ, আনিছুর রহমান, সাংবাদিক হাজী এসএম মনির উদ্দিন, মোহাম্মদ আলম, আফজাল হোসেন, পলাশ প্রধান, ইফতেখার রায়হান প্রমুখ।
এসময় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে স্বল্পমূল্যে এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারে সেবিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।