আগামী ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হানাদারমুক্ত ও বিজয় দিবস উপলক্ষে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে ৬ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে টাঙ্গাইল পৌরসভা। এ উপলক্ষে শনিবার সকালে জেলা পরিষদের সভাপক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
এ সময় আরও বক্তব্য রাখেনÑ টাঙ্গাইলে হানাদারুমুক্ত ও বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্বয়াক এবং পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়Ñ আগামী ১১ ডিসেম্বর সকালে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি থাকবেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া এই ৬দিন দেশের বরেণ রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠাকে দুইভাবে ভাগ করা হয়েছে। প্রতিদিন বিকেলে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।