টাঙ্গাইলে নদী ভাঙনে বসতবাড়ী হারানো সদস্যদের মধ্যে আর্থিক অনুদান প্রদান
করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল এসএসএস ভবনের সভাকক্ষে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। এসএসএস এর নির্বাহী পরিষদের সহ-সভাপতি আবদুর রউফ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ এসএসএস এর নির্বাহী পরিচালক আবদুল হামিদ ভূইয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এ সময় নদী ভাঙনে বসতবাড়ী হারানো ৮২ জন সদস্যদের মাঝে ৩০ হাজার টাকার করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।