টাঙ্গাইলের দেলদুয়ারে মৌলভীপাড়া বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সমিতির কার্যালয়ে ১৬১ ব্যবসায়ী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন অনুষ্ঠানের নিয়ম-কানুন অনুসরণ করেই শান্তিপূর্ণভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট চলে। বিনাপ্রতিদ্বন্দীতায় সভাপতি পদে ওষুধ ব্যবসায়ী তৌফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ওষুধ ব্যবসায়ী অপু তালুকদার শিপলু, কোষাধ্যক্ষ পদে মোঃ জামিল হোসেন, দপ্তর সম্পাদক মো. আবুল খান, ধর্ম সম্পাদক মো. এখলাছ মিয়া নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতিক নিয়ে মোঃ আলী আযম টরিক ৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলমগীর হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মোমবাতি প্রতিক নিয়ে ১ ভোটের ব্যবধানে নির্বাচিত হন মোঃ লাল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম উড়োজাহাজ প্রতিক নিয়ে ৯৪ ভোট পেয়ে আবদুল লতিফ খানকে পরাজিত করে নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়া পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ শহীদুল আলম, কমিশনারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম ও মোঃ আসাদুজ্জামান, প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম তার সহকারি ছিলেন সহকারি শিক্ষক মোঃ শাহ আলম।