জেলার গৌরনদী উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩’শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পোশাকসহ ১৫টি উপকরণ বিতরণ করা হয়েছে। গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদার জানান, রোটারী ক্লাব ঢাকা ও এসসিএডব্লিউ কানাডার আয়োজনে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ, শীতের পোশাক, কম্বল, মশারী, বালিশসহ ১৫টি উপকরণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে কানাডার নাগরিক ক্রিস্টোফার হিলস, গেইল মেরিয়ান হিলস, স্লিপিং কিটস ডিস্ট্রিবিউশন কমিটির চেয়ারম্যান জহিরুল গনি, ডাঃ নিয়াজ রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মাশরেক বাবলু উপস্থিত ছিলেন।