জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সফল চেয়ারম্যান আবদুচ ছালামকে দলীয় মনোনয়ন প্রদানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে দলীয় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার সকালে শহরের মোহরা এলাকায় ওই মিছিল শেষে এক সমাবেশ কাপ্তাই রাস্তায় অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সংসদীয় ৮ আসনে বিদ্যমান নানান সমস্যার সমাধানে এখন আবদুচ ছালামের কোন বিকল্প নেই। এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আবদুচ ছালামের মত মেধাবী, সৎ, বিনয়ী, নিষ্ঠাবান জননেতাকে আমরা আমাদের সাংসদ হিসেবে দেখতে চাই। ২০০৮ সালে আমাদের প্রত্যাশানুসারে প্রিয় নেতা ছালাম ভাইকে নমিনেশন দেয়ার পরও মহাজোটের স্বার্থে তিনি প্রার্থীতা থেকে সরে আসেন।
পরবর্তীতে চট্টগ্রামের মানুষ দেখেছেন সিডিএ’র চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী ছালাম ভাইকে দায়িত্ব দেওয়ায় তিনি তাঁর মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে দিন রাত এক করে চট্টগ্রামকে উন্নয়নের মহাসড়কে তুলে আনেন। যা আমাদের কল্পনার জগতেও আসেনি কখনো। তিনি তা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় জনগণকে সাথে নিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন। নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ সম্প্রসারণ, মরহুম জননেতা এম এ মান্নান ও আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভার, পতেঙ্গা থেকে ফৌজদারহাট বেড়ীবাঁধ নির্মান তাঁর দক্ষতার স্বাক্ষর বহন করে। বক্তারা আরো বলেন, এছাড়াও নগরীতে চলমান দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ, জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্প, রিভার ড্রাইভ নির্মাণ, অক্সিজেন ফৌজদারহাট বাইপাস নির্মাণ প্রকল্প আবদুস ছালামের মেধার বহিঃপ্রকাশ। এখন চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী এলাকায় বিদ্যমান নানামুখী সমস্যা বিবেচনায় সর্বাগ্রে উঠে আসে জরাজীর্ণ কালুরঘাট সেতুর পূণঃনির্মাণের বিষয়টি।
এখানে রেলসেতু নির্মাণের পাশাপাশি একটি সড়ক সেতু নির্মানসহ চান্দগাঁও বিসিক শিল্প নগরীকে ঢেলে সাজিয়ে এবং বোয়ালখালীর পাহাড়ী বনভূমি ও কর্ণফুলি নদীর অববাহিকার সমন্বয়ে আকর্ষণীয় অর্থনৈতিক ও পর্যটন অঞ্চল গড়ে তুলতে ছালাম ভাইকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায় জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন জনতার ছালাম ভাইকে যেন নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী-১, এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আহমেদুর রহমান, সৈয়দ মজিবুল হক, আবুল হাশেম, আবুল কাশেম, সেকান্দর চৌধুরী, মো. হানিফ খান, আলী আজম, জসিম উদ্দিন, শহীদুল ইসলাম দুলাল, শাহ আলম চৌধুরী, নাসির উদ্দিন, আজম খান ও মৌলানা নাছির প্রমুখ দলীয় নেতৃবৃন্দ।