পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার থেকে দু’দিনব্যাপী জেলার কাউখালী উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শিশু মেলা শুরু হয়েছে।
শিশু মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ জাকির হোসেন। উপজেলার সরকারি কে.জি ইউনিয়ন উচ্চবিদ্যালয় মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত: খালেদা খাতুন রেখা। মেলায় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু বিশেষ অতিথি এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা শেখ মোঃ শহীদুল ইসলাম। এ সময় বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর তথ্য াফিসারগন উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই মেলায় উপজেলার ১০টি বিদ্যালয় ১০টি স্টলে অংশ নিয়ে তাদের উৎপাদিত বিভিন্ন উপকরনাদি মেলায় উপস্থাপন করে। মেলা দেখতে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের সূধীবৃন্দের সমাগম ঘটে।